দিরাই প্রতিনিধিঃ- যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আদালতকে ব্যবহার করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমে কেন্টলমেন্টেটর বাড়ি থেকে বেআইনি ভাবে বের করে দিয়েছে। সরকার মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। দেশ নায়ক তারেক রহমান যাতে ইংল্যান্ডে বসে সরকারের সমালোচনা না করতে পারেন সে জন্য আদালতের রায়ের মাধ্যমে গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। স্বৈরাচারী কায়দায় সরকার বিরোধীদলের নেতা কর্মীদের কয়েক লাখ মামলার আসামি করেছে। সরকারের পেটুয়া বাহিনীর বিরুদ্ধে বিশ্ব ব্যাপী নিষেধাজ্ঞার তারা আজ খুবই বেকায়দায় আছে। বিএনপির নেতৃত্বে এখন যে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে তার মূল দাবী হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা।এজন্য দেশ প্রেমিক সাংবাদিক সমাজের নেতারা আগামী দিনে বিএনপিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। ব্যারিস্টার তাহের আরোও বলেন দিরাই শাল্লার জনগন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে আজ ঐক্য বদ্ধ। নাছির চৌধুরী কে বাদ দিয়ে সুনামগঞ্জ তথা সিলেটের বিএনপির রাজনীতি কল্পনা করা যায় না। নাছির চৌধুরী অসুস্থ ছিলেন সেটা সত্য কিন্তু এখন তিনি অনেকটা সুস্থ।গত১৪ জানুয়ারী প্রয়াত মেয়র, পৌর বিএনপির সভাপতি হাজি আহমদ মিয়ার শোকসভায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। নাছির চৌধুরীর অসুস্থতা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। বিএনপি নামধারী একটি সুবিধাবাদী মহল এসব প্রপাগান্ডা ছড়াচ্ছে । আমরা স্থায়ী কমিটির দশজন সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করে নাছির চৌধুরীর শারিরীক অবস্থা ও তার নেতৃত্বেই দিরাই শাল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকার বাস্তব চিত্র অবহিত করেছি । মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শেখ আবু তাহের চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা বিষযক সম্পাদক ছবি চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির মিয়া, ,উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক,কামরুল ইসলাম, পৌরসেচ্চাসেবক দলের সদস্য সচিব গুলজার চৌধুরী, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই নেতৃবৃন্দ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। । মতবিনিময় শেষে আগামী শনিবার বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে পৌরশহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন ।