দিরাই প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

দিরাই প্রতিনিধি ঃ- নবগঠিত দিরাই প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের থানা রোডের ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কনফারেন্স হলে প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, সৈদুর রহমান তালুকদার,অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, তথ্য সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, মুশাহিদ সর্দার প্রমুখ। সভায় ৫ সদস্যের গঠনতত্ত্ব প্রনয়ন কমিটি গঠন করা হয় । ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র তৈরির সিদ্ধান্ত হয়। এছাড়া প্রেসক্লাব ভবন ও অভিষেক অনুষ্ঠান আয়োজন বিষয়ে আলোচনা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারী প্রেসক্লাবের ২য় সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।