দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আতংক বিরাজ করছে।
বুধবার সকাল ১১ টায় ছাত্রলীগ নেতা রাজীব গ্রুপ ও সজিবনুর গ্রুপের মাঝে সংঘর্ষটি হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। এতে কেউ হতাহত না হলেও ছাত্র ছাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে।
দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দিরাই সরকারী কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও বখাটেদের প্রবেশ নিয়ে কথা কাটাকাটির জের ধরে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জল চৌধুরীর ভাই ছাত্রলীগ নেতা রাজিব চৌধুরী ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজিবনুরের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় সাধারন ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে দিরাই থানার এস আই দেবপ্রিয় পন্ডিত এর নেতেৃত্বে একদল পুলিশ ও পৌর কাউন্সিলর সবুজ মিয়া সহ উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের ব্যাপারে এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায় বলেন, বহিরাগত ও অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ে আগের দিনের কথা কাটাকাটির জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা ও থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হওয়ায় বড় ধরনের সংঘর্ষ হয়নি। এ ব্যাপারে দিরাই থানার এস আই দেবপ্রিয় পন্ডিত বলেন, সংঘর্ষেও খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ঘটনা¯’লে উপ¯ি’ত হয়ে দুই পক্ষের মাঝামাঝি অব¯’ান নিলে পরি¯ি’তি শান্ত হয়।