নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ
বাংলাদেশ নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুলাহ আরেফের বিরুদ্ধ সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় দিরাই থানা পয়েন্টে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেব হাসান। এতে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ইয়াহিয়া চৌধুরী, শামসুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,ইমরান হোসাইন প্রবাসী সাংবাদিক হারুন মিয়া, সিনিয়র সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল,, আবু হানিফ চৌধুরী শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমির হোসেন ।
প্রেসক্লাবের সদস্য সচিব মুজাহিদ সরদারের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমেদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দিরাই ৭১ টিভির পরিচালক জাকারিয়া হোসেন জুসেফ, সাংবাদিক রুম্মান আহমেদ , রুকুনুজ্জামান জহুরি, আকতার সাদিক, মহিবুর রহমান,জীবন সূত্রধর,দীপংকর বনিক দীপু প্রমুখ। বক্তারা সাংবাদিক নেসারুল হক খোকনের উপর দায়েরকৃত মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মামলাটি প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য নৌ পুলিশের দূর্নীতি ও দখলবাজ সহকারী পুলিশ সুপার আব্দুল্লা আরেফের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদনে সঙ্কুব্দ হয়ে তার স্ত্রী প্রকৌশলী ফারজানা আবেদীন ১০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে দঃ বিঃ ৫০০/৫০৬ ধারায় একটি মামলা করেন। ফেনী আদালতের সি আর মামলা নং ১০৪৭/২০২২। এ মামলায় গত বুধবার ফেনী আদালতে উপস্থিত হয়ে দিরাইয়ের কৃতি সন্তান সাংবাদিক নেসারুল হক খোকন জামিন নিয়েছেন।