ছাতকে আমন ধানের বাম্পার ফলন

আমিনুল ইসলাম হিরন, ছাতক থেকেঃ

ছাতকে আমনের মাঠে এখন দোলা দিচ্ছে পাকা-আধাপাকা সোনালী ধান। বিস্তৃত সোনালী ফসলের মাঠ এখন যেনো প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে। মাঠের পর মাঠ ছড়ানো পাকা-আধাপাকা ধানের সোনালী আভা ও মন মাতানো মৌ মৌ গন্ধে যেন দিগন্ত ছেঁয়ে গেছে। উপজেলাজুড়ে আমন ধানের বাম্পার ফলনে আবারও আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন কৃষক-কৃষাণীরা।

নবান্নের উৎসবকে সামনে রেখে আর ক’দিন পরই এখানকার কৃষকরা পুরোদমে দলবেঁধে ধান কেটে বাড়ির আঙ্গিনায় এনে জড়ো করবেন। এরপর গরু বা মাড়াইকল দিয়ে ধান মাড়াই শেষে হলে সেই ধান বাতাসে উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে ব্যস্ত হয়ে পড়বেন এখানকার কন্যা-জায়া-জননীরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় চলতি মৌসুমে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২ হাজার ৩শ’ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১২ হাজার ৬শ’ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। সুত্র জানিয়েছে, চলতি সপ্তাহে পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে। তবে ইতোমধ্যে উপজেলার কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপণকৃত ধান কাটা শুরু হয়েছে। আর ক’দিন পরই এখানকার কৃষকরা ফসল কাটার উৎসবে পুরোদমে ব্যস্ত সময় পার করবেন।

সরজমিনের বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, উপজেলার হাওরজুড়ে কাঁচা সোনায় রাঙ্গানো আমন ধানের শীষ হাওয়ার তালে তালে দোলছে। বিস্তৃত মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে ধানের মৌ মৌ গন্ধ। কবি যথার্থই বলে গেছেন ‘আমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।’ ধানের নাচন দেখে কৃষকদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন বিভোর সোনালী হাসি।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আগাম জাতের রোপণকৃত ধান কাটা শুরু হয়েছে।

উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চাঁতল হাওরের কৃষক মো. সাইদুর রহমান জানান, চলতি মৌসুমে ১০ কেয়ার (বিঘা) জমিতে ধানের আবাদ করেছিলেন। চারা রোপনের পর আবহাওয়া পক্ষে থাকায় ধানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অন্য মৌসুমের চেয়ে এবার চাষাবাদকৃত জমিতে ধানের ভালো ফলন হয়েছে। চলতি সপ্তাহে ধান কাটা শুরু করবেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, কৃষিবান্ধব সরকার কৃষি উন্নয়নে নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কাজ করেছি। কৃষকরাও তা মাঠে কাজে লাগিয়েছেন।

তিনি আরো জানান, আগাম জাতের রোপনকৃত ধান ইতোমধ্যে কাটা শুরু হয়েছে। চলতি সপ্তাহে পুরোদমে ধান কাটা শুরু হবে। চলতি মাসের মধ্যেই কৃষকেরা ধান কেটে আশানুরূপ ফলস গোলায় তুলতে পারবেন বলে তিনি জানান।