চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর গরিব দুস্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৭ এপ্রিল) বিকেল ৪টায়  উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,সাবেক চেয়ারম্যান রেজুয়ান খান, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, বর্তমান সভাপতি আল মামুন , আওয়ামী লীগ নেতা রহমত আলী, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল আহমদসহ এলাকার জনসাধারণ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার কিন্তু  রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে রফিনগর ইউনিয়নের অসহায় হতদরিদ্রদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে বিতরণের জন্য ভিজিএফের কর্মসূচীর আওতাভূক্ত ত্রানের ৬০ বস্তা ভিজিএফের চাল পুলিশ জব্দ করেছেন। রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার ওই চাল কালোবাজারি বিক্রি করেছেন। হাতে-নাতে প্রমাণ পেয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে প্রশাসন মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ৪-৫ দিন পার হলেও এখন পর্যন্ত ওই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়নি। সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাটেবাজারে প্রকাশ্যে দম্ভের সঙ্গে চলাফেরা করছে। অনতিবিলম্বে চেয়ারম্যান শৈলেন্দ্র কুমারকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।