দিরাইয়ে প্রধান শিক্ষিকা-পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ

দিরাইয়ে প্রধান শিক্ষিকা-পুলিশ সদস্যসহ ৩ জনসহ  সুনামগঞ্জে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক নিশ্চিত করেছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে দিরাইয়ের
এক পুলিশ সদস্য ও এক শিক্ষিকাসহ মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় শনাক্তকারীরা হলেন হলেন, দিরাই থানায় কর্মরত পুলিশ সদস্য জাহেদ আহমদ, তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা রানী রায় ও সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামের নানু দাস।
বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।