বিবিয়ানা কলেজের অধ্যক্ষের  অপসারন দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দিরাই প্রতিনিধি ঃ- হাওরবেষ্টিত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকাল চারটায় দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। জুয়েল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক আব্দুল হাকিম, মদন মোহন দাস, আলী হায়দার, জাহির মিয়া তালুকদার।
                 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার কলেজের প্রতিষ্টালগ্ন থেকে দপ্তরের কর্মকাজে বিভিন্ন ধরনের অনিয়ম,অনৈতিক কার্যকলাপ, অসদাচরন, কর্তব্যকাজে অবহেলাসহ প্রতিষ্টানের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে অনিয়ম করে আসছেন। বক্তারা আরোও বলেন, সাবেক মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত মসেন গুপ্তের ঐকান্তি প্রচেষ্টায় অল্প দিনেই এইচ এস সি থেকে ডিগ্রিতে উন্নীত হয় বিবিয়ানা মডেল কলেজটি। এছাড়াও ফলাফলের দিক দিয়ে সুনামগঞ্জ জেলার অন্যতম একটি বিদ্যাপীঠ হিসেবে শিক্ষা বোর্ডসহ সর্বত্র যখন সুনাম অর্জন করছে তখনই এলাকার সাবেক ইউ/পি সদস্যা রাজরাণীর চক্রবর্তীর সাথে অধ্যক্ষের অনৈতিক মেলামেশার অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে কলেজের সকল অর্জন নিমিষে ধুলিস্যাৎ হয়। এতে ঐতিহ্যবাহী  কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী লজ্জিত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের অপসারন দাবি জানান বিক্ষোব্ধ এলাকাবাসী। মানববন্ধনে আরোও বক্তাব্য রাখেন, বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের সাবেক ছাত্র শামীম মিয়া, সম্রাট সুত্রধর, রাজু মিয়া, বাহার মিয়া, লিপ্টন দাস, পার্থ দাশ, প্রবির দাশ, সজিব, আলেক, রুহুল, সাহেদ, মাহবুব, অনাথ সুত্রধর, বাবলু সুত্রধর, কনক সুত্রধর, রাজীব দাশ, আলমগীর, সোহাগ, ডিগ্রি ১মবর্ষের শিক্ষার্থী তপু মিয়া।