সিলেট নগরের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ

ডেস্ক নিউজ  : আধ্যাত্মিক নগরের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মঙ্গলবার একনেকের সভায় এবরাদ্দ দেয়া হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বরাদ্ধ দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

মেয়র জানান, ‘আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে সিলেট নগরের অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সিসিক সূত্র জানায়, সিলেট নগরীর উন্নয়নে এক হাজার দুইশত কোটি টাকার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার একনেকের সভায় এক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়।

বড় এ বরাদ্দ দিয়ে নগরীর খাবার পানি সরবরাহের লাইন বসানো, ওয়াটার ট্রিটমেন্ট ল্যাব নির্মাণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হেলথ কার্ড সার্ভিস চালু এবং ছড়া-খাল সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।