সুনামগঞ্জে আরও ২২ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আরও ২২ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১২ জন সুনামগঞ্জ সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার ৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ২২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, শুক্রবার তাদের ল্যাবে সুনামগঞ্জের ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ২২ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। আজ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে শুক্রবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ৩৫ জন, ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন, আরোগ্য লাভ করেছেন ১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ২ জন, আইসোলেসনে গেছেন ২৬ জন।

বর্তমানে আইসোলেসনে আছেন মোট ১৭২ জন এবং আরোগ্য লাভ করেছেন ৭৪ জন।

এদিকে শনিবার শাবির ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়। ল্যাবের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার নমুনা পরীক্ষা বন্ধ থাকবে