দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ এর আর্থিক সহায়তা

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে দরিদ্র পরিবারের দশম শ্রেনীর দুই শিক্ষার্থী টেষ্ট পরীক্ষায় মেধাবী হিসেবে
উত্তীর্ন হয়। বুকভরা স্বপ্ন নিয়ে আগামী এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত হয় তারা। শাপলা ও
তন্নী নামের এই দুই পরীক্ষার্থী পরিবারের দারিদ্রতা বাঁধা হয়ে দাঁড়ায় ফরম পূরনের ফি দিতে। খবর পেয়ে মেধামী দুই শিক্ষার্থীর সহায়তায় এগিয়ে আসে সামাজিক সংগঠন দিরাই ভাটিবাংলা শিক্ষা ও
সাংস্কৃতিক পরিষদ। মঙ্গলবার বিকেলে সংগঠনের উদ্যোগে প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী ব্যারিষ্টার
ফখরুল আলম চৌধুরী (শামীম) ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমানের সহযোগিতায় তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। দিরাই কলেজ রোডস্থ ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে সহায়তার নগদ
অর্থ তুলে দেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মিজানুর রহমান, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আলম চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, নির্বাহী সদস্য
সোয়েব আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসন, সাংগঠনিক সম্পাদক আশিক
সরকার, দপ্তর সম্পাদক আবুল বাশার, সদস্য মনোয়ার হোসেন রাজীব, আক্তার হোসেন, রাকিব মিয়া প্রমুখ।