দিরাইয়ে খামারে বিষ প্রয়োগে মাছ নিধন,তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার তিনটি খামারে বিষ প্রয়োগে মাছ নিধন ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের । আদালতের নির্দেশে গত ২১ শে অক্টোবর রাতে দিরাই থানায় তিনজনকে আসামি করে মামলাটি রুজু হয়।দিরাই থানার মামলা নং ০৯। মামলাটির বাদী পৌর শহরের আনোয়ার পুর নয়া হাটি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে হাবিবুর রহমান। মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মিন্টু চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার পুর নয়া হাটি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে বাড়ির পাশে তিনটি খামারে দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছ চাষ করেন। প্রতিবেশি সাদেক মিয়া,ললিছ মিয়া ও ফরিদ মিয়া গংদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরুধ থাকায় গত ৬ অক্টোবর রাতে দেশীয় অস্রসহ জাল নিয়ে খামারের চাষকৃত মাছ জোড়পূর্বক লুটপাট করতে থাকে।এতে বাধা দেয়ার কারণে মামলার বাদী ও তার স্ত্রীর উপর হামলা চালায় আসামীরা। এক পর্যায়ে বাদী হাবিবুর রহমান ও তার স্ত্রীর ডাকাডাকিতে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে চলে আসায় আসামিরা লুট করা মাছ নিয়ে যাওয়ার সময় তিনটি খামারে বিষ প্রয়োগ করে। পরদিন ভোর থেকেই তিনটি খামারের থাকা প্রায় ১৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসতে থাকে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ নিতে গত ১৩ অক্টোবর খামারের মালিক হাবিবুর রহমান তিনজনের নামে সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিরাই আদালতে মামলা দাখিল করেন। সি আর মামলা নং ২২১৭/২০২২ ইং। আদালতের ম্যাজিস্ট্রেট দিরাই থানার অফিসার ইনচার্জকে মামলাটি এফ আই আর এর নির্দেশ প্রদান করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা দিরাই থানার এস আই মিন্টু চৌধুরী বলেন খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতের নির্দেশে ২১ অক্টোবর রাতে থানা রুজু করা হয়েছে। দিরাই থানার মামলা নং ০৯/ ২০২২ ইং।