দিরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

দিরাই প্রতিনিধি ঃ- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোলা,মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নেতাকর্মী হত্যার প্রতিবাদ,জালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিরাই বিএনপি। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দিরাই বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।বিকেল ৩ টায় উপজেলার শ্যামারচর বাজারে চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল শেষে একই দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এতে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক,সাবেক সেক্রেটারি ফারুক সরদার, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রতি কান্ত দাস,রতন কুমার তালুকদার, একে কুদরত পাশা,ইয়াহিয়া মিয়া,আজিজুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম,ছাত্রদল নেতা জাহেদ মিয়া প্রমূখ।
এদিকে বুধবার (২৬ অক্টোবর) দিরাইয়ে বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুস শহিদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর আগমনকে কেন্দ্র করে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি দু পক্ষ । এ নিয়ে যে কোনো সময় সংঘাত-সংঘর্ষ হতে পারে এমন আশংকা রয়েছে তৃণমূল নেতাদের। দলীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী স্মরণে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নজরুল ইসলাম খানের । জেলা বিএনপির উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেল এ অনুষ্ঠানের আয়োজন করেন। অপরদিকে দলকে পাশ কাটিয়ে উপজেলায় কোন অনুষ্ঠান করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

এ বিষয়য়ে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী স্থানীয় বিএনপিকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিরাই আসতে পারেন না। আমরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি-সম্পাদককে অবহিত করেছি। আমাদের বাদ দিয়ে বিএনপির কোনো অনুষ্ঠান দিরাই’র ভিতরে কাউকে করতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে দলের গঠনতন্ত্র বিরোধী কাজ প্রতিহত করা হবে।
অপর দিকে শোক সভার ব্যাপারে তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ জেলা নেতৃবৃন্দ দিরাই আসবেন, আমার বাবা দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুস শহীদ চৌধুরী স্মরণে শোকসভায়। আমরা স্থানীয় বিএনপির সকলকে দাওয়াত দিয়েছি।