সাংবাদিক রোজিনা’র মুক্তির দাবিতে শাল্লায় মানববন্ধন

দিশা ডেস্কঃ

প্রথম আলো’র অনুসন্ধানী প্রতিবেদক ও জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে গত ১৭মে সচিবালয়ে আটকিয়ে হেনস্থা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় জেলে পাঠানোয় তার নি:শর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কর্মরত সাংবাদিকগণ মানববন্ধনে মিলিত হন। বুধবার ১৯মে দুপুর ১২টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশের স্বাস্থ্য বিভাগের আমলাগণ প্রথম আলো’র জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে দীর্ঘ সময় আটকিয়ে হেনস্থা, নির্যাতন, মিথ্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো ও তার গলা চেপে ধরার তীব্র নিন্দা জ্ঞাপনসহ দেশে বাকস্বাধীনতার গলাচেপে ধরা হয়েছে উল্লেখ্য করে অবিলম্বে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তিসহ জনবিরোধী আইন সমূহ বাতিলের দাবি জানান উপস্থিত বক্তাগণ।
এসময় দৈনিক তরুনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক ভোরের ডাকের শাল্লা প্রতিনিধি জে.সি বিশ্বাস (যতীন), দৈনিক যায় যায় দিনের শাল্লা প্রতিনিধি মোঃ দিলুয়ার হেসেন, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রির্পোটার জয়ন্ত সেন, দৈনিক সিলেটের ডাকের শাল্লা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, ৭১ বাংলা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিপ্লব রায়, দৈনিক সুনামগঞ্জের সময়ের শাল্লা প্রতিনিধি শান্ত কুমার তালুকদার, দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ প্রতিনিধি সুব্রত কুমার দাশ, দৈনিক শাল্লার খবর ডট কমের সম্পাদক বাদল চন্দ্র দাস, দৈনিক জনতার কণ্ঠের শাল্লা প্রতিনিধি মোঃ আমির হোসেইন, বাংলাদেশ মিডিয়ার কালিপদ রায় ও সমাজসেবক মোঃ ফজলুল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।