সুনামগঞ্জে নতুন করে চিকিৎসক নার্সসহ ২২ জন করোনায় আক্রান্ত

 

নিজস্ব প্রতিবেদক  :
সুনামগঞ্জে নতুন করে চিকিৎসক নার্সসহ আরও ২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানিয়েছেন, গত সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা সিলেটে পাঠানো হয়েছিল। সিলেট থেকে এসব নমুনা ঢাকায় পাঠানোর পর (আজ) মঙ্গলবার ঢাকা থেকে ২২ জনের করোনা সনাক্ত হয়েছে বলে জানানো হয়। এই নিয়ে জেলায় ৫৮ জনের করেনা শনাক্ত হলো।
নতুন আক্রান্তদের মধ্যে- তাহিরপুরে ৬, শাল্লায় ৫, দক্ষিণ সুনামগঞ্জে ৪, ছাতকে ৩, দিরাইয়ে ৩ ও বিশম্ভরপুরে ১ জন।
এদিকে দিরাইয়ে অাক্রান্ত ৩ জনের মধ্যে ১ জন ডিপ্লোমা চিকিৎসক ও ২ জন নার্স রয়েছেন। সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে যাদেরকে বাড়ীতে আইসোলেশনে রাখা যাবে, তাদের বাড়ীতে রাখা হবে। বাড়ীর আশপাশ লকডাউন করা হবে। পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করে করোনা যাচাইয়ের জন্য পাঠানো হবে।