সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলায় গাছে বেঁধে সাংবাদিককে মারধরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ফয়সাল আহমদ (১৯), আনহারুর ইসলাম (২০), তাহির হোসেন (২২) ও মাসরিবুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি ঘাগটিয়া গ্রামে।
দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফির অভিযোগ, সোমবার সকালে তিনি ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর তোলার খবর পেয়ে ছবি তুলতে যান।

ওই সময় কয়েকজন তাকে রড দিয়ে মারধর করে। পরে ঘাগটিয়া চকবাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে আরেক দফা মারধর করে। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিডিও ফুটেজ দেখে চারজনকে আটক করা হয়েছে। তাদের তাহিরপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।