নিজস্ব প্রতিনিধি-
সুনামগঞ্জের শাল্লা উপজেলাটি সত্যিই একটি পশ্চাৎপদ ও পিছিয়ে পড়া এলাকা। এখানকার নানাবিদ সমস্যার কথা তুলে ধরতে একদল তরুন সাংবাদিক ‘স্বাধীনকণ্ঠ ডট কম’ নামে একটি পোর্টাল পত্রিকার আত্মপ্রকাশ করেন।
বুধবার (১জানুয়ারী) বিকাল ৩টায় পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে এ অভিযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে পত্রিকার নির্বাহী সম্পাদক শান্ত কুমার তালুকদারের পরিচালনায় ও সম্পাদক বকুল আহমদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল।
এছাড়াও সুশিল প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান, দৈনিক বণিক বার্তার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিপ্লব রায়, দৈনিক সিলেটের ডাকের শাল্লা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক জেসি. বিশ্বাস (যতীন), মোঃ আমির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।