নিজস্ব সংবাদদাতা শাল্লা :
সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসের নেতৃত্বে শাল্লা সরকারী ডিগ্রি কলেজের প্রফেসর রূপচাঁদ দাসের উপর হামলা করার অভিযোগ উঠেছে। রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু
রঞ্জন দাস ও তার দোকানের কর্মচারী অনিক দাস শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর রূপচাঁদ দাসকে শারীরিক ভাবে মারপিট করিয়া রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় কয়েকজন লোক এসে উদ্ধার করে শাল্লা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাসায় নিয়ে যান।
এব্যাপারে ভুক্তভোগী সরকারী ডিগ্রি কলেজের প্রফেসর রূপচাঁদ দাস বলেন, আমি শাল্লা থানা থেকে কলেজে আসার পথে এড. দিপু রঞ্জন দাসের ডিজেলের দোকানের সামনে আসা মাত্রই তার দোকান কর্মচারী অনিক দাস আমার রাস্তা অবরোধ করে। সাথে সাথে এড. দিপু রঞ্জন দাসও পাশের হুমায়ূন মিয়ার দোকান থেকে বের হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল সহ আমার উপর
সন্ত্রাসী আক্রমণ করে এবং আমার হাতের কুনুইয়ে ও পায়ের হাটুতে রক্তাক্ত জখম করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়ার দোকানের ম্যানেজার গৌরচাঁদ দাস বলেন, ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস তার হাতের ছাতা দিয়া রূপচাঁদ দাসকে মারপিঠ করেছে। ওইসময় আমি সহ আরো লোকজন তাদেরকে ফিরিয়ে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘুঙ্গিয়ারগাঁও বাজারের অনেক ব্যবসায়ী বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস যে কাজটি করেছে, তা অতি নিন্দনীয়। এবিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসের সাথে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এড. দিপু রঞ্জন দাসের দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটার অভিযোগ পেয়েছি। তদন্ত ক্রমে ব্যবস্থা নেয়া হবে।