দিরাইয়ে ৪ লাখ ৬৪ হাজার বিনামূল্যের বই বিতরন

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- সারা দেশের ন্যায় দিরাই উপজেলায় সমাপনী ও বার্ষিক পরীক্ষা শেষ করে ২০১৯ শিক্ষাবর্ষকে বিদায় জানিয়েছে অগ্রগামী শিক্ষার্থীরা। ২০২০ নতুন শিক্ষাবর্ষের ১ জানুয়ারি নতুন বই পেয়ে হাজারো কচি-কাঁচা শিক্ষার্থী গভীর আগ্রহের অবসান ঘটিয়ে বই উৎসবে মেতে উঠেছে। সেই সাথে বিনামূলের নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে দিরভর ব্যস্ত ছিল দিরাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস। বুধবার পৃথক অনুষ্টানে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা দিরাই মডেল প্রাথমিক বিদ্যালয় এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এছাড়া দিরাই উচ্চ বিদ্যালয়, হাজি মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,  সুজানগর, নতুন কর্ণগাঁও ও শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ শফি উল্লাহ, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মাথ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম। এ সময় সংশ্লিষ্ট সকল প্রতিষ্টানের শিক্ষক,পরিচালনা কমিটির সদস্য,অভিভাবকগণ ও গণমাধ্যম কর্মীদের বই উৎসব অনুষ্টানে স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল। দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুল হালিম দৈনিক দিরাই শাল্লা ডটকমকে জানান ২০২০ শিক্ষাবর্ষের জন্য উপজেলার প্রাথমিক ও এবতেদায়ী পর্যায়ের ১৯৩ টি প্রতিষ্টানের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৩৫ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর হাতে ১ লাখ ৮৪ হাজার ৫৪০ টি বই তুলে দেয়া হয়েছে। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান  মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পর্যায়ের ৩৪টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে মোট ২ লাখ ৭৯ হাজার ৭০০টি বিনামূল্যের বই বিতরন করা হয়েছে। উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে নতুন বছরের বই উৎসব করছে বলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস দাবি করছে।