দিরাইয়ে ছাত্রদলের ৪৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। । দুপুরে থানা রোডস্থ দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের একটি র‍্যালি দিরাই বাজার প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী’র সভাপতিত্ত্বে যুগ্ম-আহবায়ক নুর আহমদ তালুকদার এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,যুক্ত্ররাজ্য বিএনপি নেতা মিজান চৌধুরী,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী,জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া,
১ম যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম বাবুল,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলজার চৌধুরী,ভাটিপড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈদূর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম,সাবেক সহ-সভাপতি রুবেল চৌধুরী,যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া আহমেদ, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক শুয়েভ খান প্রমুখ। বক্তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য জোর দাবী জানান। তাঁরা আরো বলেন ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী সকল আন্দোলনে রাজপথে থাকবে। দেশের মানুষ আজ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের মাধ্যমে এই বাকশালী সরকারের বিদায় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।