দিরাইয়ে বিএনপির দুই পক্ষের আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ-সুনামগঞ্জের দিরাইয়ে  বিএনপির দুই পক্ষ পৃথকভাবে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শনিবার  সকাল ১১ টায়  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা মিছিল দিরাই বাজার প্রদক্ষিণ শেষে  থানা রোডস্থ দলের  কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।উপজেলা  বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সাবেক আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী উদ্দিন চৌধুরী  নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের একদফা দাবী শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনের সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঝাপিয়ে পরার আহবান জানিয়ে   খালেদা জিয়ার মুক্তি দাবী করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া,ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক সাব্বির  মিয়া,উপজেলা  যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপির সহস্রাধিক নেতাকর্মী।

অপর দিকে দুপুর ১২ টায়  কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টার থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই কমিউনিটি সেন্টারে  এক সমাবেশ করে। বিএনপি নেতা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, এছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জে জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সুয়েব হাসান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ,উপজেলা তরুণ দলের সভাপতি রেজাউল করিম চৌধুরী, ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ।