দিরাই-শাল্লা সড়কের দাবিতে মানববন্ধন

ফখরুল ইসলাম-

দীর্ঘ একযুগ প্রতিক্ষার পরও সুনামগঞ্জের দিরাই-শাল্লার মাত্র ১৯কিলোমিটার সড়কের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জমেছে শাল্লা উপজেলাবাসির মধ্যে। তাদের দাবি একটাই, দ্রুত দিরাই-শাল্লা সড়কের বাস্তবায়ন চাই। এই দাবি বাস্তবায়নে উপজেলাবাসির আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
শনিবার (৩আগস্ট) দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রূপচাঁন দাস, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, যুবলীগ নেতা পলাশ সরকার টুটুল, ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনিসুল হক চৌধুরী মুন প্রমুখ।
বক্তারা সরকারের কাছে দিরাই-শাল্লা সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, একটি মাত্র সড়কের কারণে দেশের যেকোনো অঞ্চল থেকে শাল্লা অনেকাটা পিছিয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, চিকিৎসাসেবা সহ সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে এ উপজেলা। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা কঠোর হুশিয়ারির সাথে আরো বলেন, দিরাই-শাল্লা সড়কটি না হওয়ায় যোগায়োগের কারণে যদি কোনো লোকের প্রাণহানী ঘটে তবে এর দায়ভার সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরই নিতে হবে।
উক্ত মানববন্ধনে উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পীযুষ কান্তি চৌধুরী, দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, বাহাড়া ইউপি সদস্যা আভা রাণী তালুকদার, উপজেলা সৈনিকলীগ নেতা উজ্জ্বল রায়, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, সাদ্দাম হোসেন, চয়ন কান্তি চৌধুরী, কৃপেন্দ্র দাস, ছাত্রলীগ নেতা শামীম মাহমুদ, শ্যামল দাসসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।