আওয়ামীলীগ সরকার নারী শিক্ষার উন্নয়নে আন্তরিক –ড. জয়া সেনগুপ্তা এমপি

নিজস্ব প্রতিনিধি ঃ- সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা ) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে । প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবছর গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে জাতীয়করণের গুরুত্ব পেয়েছে। ফলে অজপাড়াগাঁয়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। সোমবার বেলা ২টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার (সদ্য জাতীয়করণকৃত) সাউধেরশ্রী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনায়
তিনি এসব কথা বলেন। সংবর্ধিতের বক্তব্যে দিরাই-শাল্লার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় করণের সুফল ভোগ করে সুশিক্ষা
অর্জন করে জনগণের কল্যানে তোমাদের কাজ করতে হবে । নারী শিক্ষার উন্নয়নে সরকার
আন্তরিক। রুক্ষিনী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক বরুন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। এছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, হাবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র
দাস, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা কৃষকলীগ
সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী
নান্টু, সাধারণ সম্পাদক নাজমুল আলম,যুুবলীগ নেতা ফকরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল হরিপদ সরকার।