দিরাই- শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের  মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ঃ– মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা
সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিরাই ও শাল্লায় নানা কর্মসূচি পালিত
হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি
ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৭২ বছর বয়সে পরলোকগমন করেন । পরদিন তার পৈতৃক ভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে (আনোয়ারপুর) বাসভবনের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাহ করা হয়।তিনি ১৯৪৫ সালের ৫ মে সুনামগঞ্জের দিরাইয়ের আনোয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে বুধবার দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করেছে।দলীয় কর্মূসুচিতে ছিল সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবন সংলগ্ন সমাধিতে শ্রদ্ধা নিবেদন, প্রার্থনা, শোক র‌্যালি ও আলোচনাসভা। এ ছাড়া দিরাই প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা সন্তান কমান্ড, দিরাই বাজার মহাজন সমিতি, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সস্টিটিউট, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
ও সামাজিক সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে।বেলা ১টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের বর্নাঢ্য জীবন নিয়ে অনুষ্টিত আলোচনাসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার,আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার,সহসভাপতি এড. সোহেল আহমদ, সাধারন সম্পাদক প্রদীপ রায়,দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া।
শাল্লা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেল আওয়ামীলীগের সভাপতি ওলিউল হক প্রমূখ।
দিরাইয়ের আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন  লুৎফুর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, অ্যাডভোকেট রিপা সিনহা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান ছাও মিয়া, ইশতিয়াক হোসন মঞ্জু, আইদুল্লা, শাহজাহান সিরাজ, যুবলীগ নেতা রঞ্জন রায়, ফারুক সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, কাউন্সিলর সবুজ মিয়া, যুবলীগ নেতা জিল্লুর রহমান, দিরাই পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সুয়েব চৌধুরী,ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমদ, উজ্জ্বল মিয়া, রাজীব রায়, মারুফ আহমেদ জয়, জাহাঙ্গীর আলম মোহন, মাসুম আহমদ, সজীব নুর প্রমুখ।
উল্লেখ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পিকিং ও মস্কো ধারায় ভাগ হলে সুরঞ্জিত অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন অংশে যোগ দেন। ১৯৭০ এর নির্বাচনে ন্যাপ থেকে বিজয়ী হন। পরে ন্যাপের ভাঙনের পর গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিতের রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থি রাজনীতির মধ্য দিয়ে। তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন । ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলে তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পান।