শাল্লা শত্রুমুক্ত দিবস পালিত

শাল্লা প্রতিনিধি :
১৯৭১ সালের ৭ই ডিসেম্বর সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে রাজাকার ও পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। তৎকালীন বীর মুক্তিযুদ্ধা কমান্ডার সুকুমার চন্দ্র দাসের নেতৃত্বে  ৭ জন পাকসেনা সদস্যসহ অসংখ্য রাজাকার, আলবদর  আত্মসমর্পণ করে। পরে বেশ কয়েক জন রাজাকারকে উপজেলা সদরের উত্তর পাশে কলাকান্দি গ্রামের নিকটে গণকবর দেয়া হয়।
ঐতিহাসিক দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ মিনার  থেকে একটি র্যালী উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে  গণমিলনায়তনে সামনে এসে শেষ হয় ।  সেখানে ১ মিনিট নিরবতা পালনও করেন মুক্তিযোদ্ধারা।
পরে উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাল্লা উপজেলা ইউনিটির আয়োজনে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান রিপন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা জগদীশ তালুকদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সকল সদস্যরা।