দিরাই’র চাপতির হাওরে ঝটিকা সফরে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

 

দিরাই প্রতিনিধিঃ- বুধবার দিবাগত রাতে বৈশাখি বাঁধ ভেঙে তলিয়েছে চাপতির হাওর। একদিন আগেও যে হাওরের বুকভরা ছিল আধাপাকা ধান আর ধান। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর পিআইসি সিন্ডিকেট নামক ঘাতক দানবের কারনে বাঁধ ভেঙে সেই হাওরের বুকের ভিতরে এখন শুধু পানি আর পানি। অকালে পুত্রহারা মা বাবা যে শোকের কাতর ঠিক সেভাবেই অকাল বন্যার পানিতে সারাবছরের খাদ্যের যোগান নিমিষেই শেষ হয়ে যাওয়ার পর হাওর পাড়ে চলছে শোকের মাতম।সেই হাওরের ভাঙ্গা বাঁধ দেখতে ঝটিকাসফর করলেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। আগের দিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এক হাওরে ছিলেন তিনি। শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে রওয়ানা করে নয়টায় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বিশাল বহর নিয়ে বিশ মিনিটের জন্য বৈশাখি বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করেন । এ সময় জেলা প্রশাসন,পাউবোর কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই প্রধানমন্ত্রী হাওরের মানুষের মুখে হাঁসি ফোটাতে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন।সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়াও দেশের সকল নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ করা হচ্ছে।

এনামুল হক শামীম বলেন, সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনের যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদেরকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে। বাধেঁর কাজের ব্যাপারে অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপমন্ত্রী শামীম দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার সাথে দিরাই শহরের বাসভবনে সাক্ষাৎ করেন।