শাল্লায়  ২শ’ ৯৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজেস্ব প্রতিবেদকঃ

ইউপি নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ২শ’ ৯৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার ৯ডিসেম্বর বিকেল ৫টা নির্ধারিত সময় পর্যন্ত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেন। দু’টি রিটার্নিং অফিসে প্রার্থীদের মনোনয়নপত্রগ্রহণ করা হয়।

এরমধ্যে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৭২জন ও
সাধারণ সদস্য পদে ১শ’ ৯৮জন প্রার্থী নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন।
১নং আটগাঁও ও ২নং হবিবপুর ইউপি’র রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় আটগাঁও ইউপি’তে চেয়ারম্যান পদে সুলতান মিয়া(স্বতন্ত্র), আব্দুল্লাহ  আল নোমান(স্বতন্ত্র), মোঃ মাফিকুর ইসলাম(স্বতন্ত্র), মাসুদ আল কাউসার( স্বতন্ত্র), মোঃ জাকির হোসেন( স্বতন্ত্র), এমদাদুল হক ( নৌকা)সহ  চেয়ারম্যান পদে মোট ৬ জন।সংরক্ষিত সদস্য পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ৫৭ জন এবং হবিবপুর ইউপি’তে ঝুমন দাস(স্বতন্ত্র), আজিজুল ইসলাম (স্বতন্ত্র), তপন কুমার দাস(স্বতন্ত্র), জগদীশ চন্দ্র চৌধুরী (স্বতন্ত্র), সুবল চন্দ্র দাস(স্বতন্ত্র), রাজিা কান্তি দাস( স্বতন্ত্র),  রঞ্জিত কুমার দাস (নৌকা)সহ মোট
চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত সদস্য পদে ১৯জন, সাধারণ সদস্য পদে ৪২জনসহ দু’টি ইউপি’তে ১শ ৫৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে ৩নং বাহাড়া ও ৪নং শাল্লা ইউপি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বাহাড়া ইউপি’তে  চেয়ারম্যান পদে মাধবী রানী তালুকদার( জাতীয় পার্টি),বিশ্বজিৎ চৌধুরী নান্টু( স্বতন্ত্র), মোঃ তকবীর হোসেন(স্বতন্ত্র), বিধান চন্দ্র  চৌধুরী(স্বতন্ত্র), কাজল কান্তি  চৌধুরী (আওয়ামী লীগ)সহ মোট  ৫জন, সংরক্ষিত সদস্য পদে ১৪জন, সাধার
 সদস্য পদে ৪৭জন এবং শাল্লা ইউপি’তে চেয়ারম্যান পদে  সমরেন্দ্র  দাস(স্বতন্ত্র), আবুল লেইচ চৌধুরী (স্বতন্ত্র), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), সফিকুল ইসলাম (স্বতন্ত্র), জামান চৌধুরী (স্বতন্ত্র), আব্দুল  গনি ( স্বতন্ত্র), আব্দুস সাত্তার (নৌকা) সহ ৭জন, সংরক্ষিত সদস্য পদে ১৭জন, সাধারণ
সদস্য পদে ৫২জনসহ দু’টি ইউপি’তে মোট ১শ ৪২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য ৫ম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে শাল্লা উপজেলায় আগামি
১২ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২০ডিসেম্বর প্রতিক
বরাদ্দ ও ২২ সালের ৫জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।