দিরাইয়ে করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধা কানাইলাল দাস , রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

 

দিরাই প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দিরাই পৌরসভা এলাকার বাসিন্দা সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কানাই লাল রায় (৭০) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার সকাল সোয়া ৮ টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তিনি দিরাই পৌরসদরের কালি বাড়ি রোডের বাসিন্দা ছিলে।
দুপুরে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। এরপর দিরাই ধল রোডস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে মুক্তিযোদ্ধা কানাই লাল রায়ের করোনা উপসর্গ দেখা দিলে তাকে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হলে সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।