ভারতে ২০ মন্ত্রীর পদত্যাগ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে আটকাতে কমলনাথ সরকারের ২০ মন্ত্রী পদত্যাগ করেছেন। ইতিমধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী কমলনাথ। ফলে নতুন করে মন্ত্রিসভা গঠন করতে হবে তাকে।

মঙ্গলবার এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকাল থেকেই মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে থাকে। কংগ্রেসের বিধায়করা হঠাৎ করে বেপাত্তা হয়ে যান। এমনকি তারা ফোন ধরাও বন্ধ করে দেন। মধ্যপ্রদেশের ছয় মন্ত্রীসহ ১৭ বিধায়ককে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। সবাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ। এর পরই সিন্ধিয়ার সঙ্গে কথাবার্তা শুরু করে দেয় কংগ্রেস নেতৃত্ব।

এর মধ্যে সোনিয়ার নির্দেশে দিল্লি থেকে বিকালে ভোপালে ফেরেন কমলনাথ। এর পর দলীয় বৈঠকে বিজেপিকে আটকাতে গণপদত্যাগের কৌশল নেয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে পদত্যাগপত্র দেন ২০ মন্ত্রী। কমলনাথ নতুন করে মন্ত্রিসভা সাজাবেন বলে জানা গেছে। সেই মন্ত্রিসভায় কিছু বিদ্রোহী বিধায়কের জায়গা দেয়া হবে বলে মনে করা হচ্ছে।