জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা

দিশা ডেস্কঃ

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জাতীয় সব অনুষ্ঠান, সভা, সমাবেশে প্রত্যেকের বক্তব্য শেষে জয় বাংলা উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।