শিক্ষক আব্দুল মতিন সরদারের মৃত্যুতে দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল মতিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে তারা বলেন, আব্দুল মতিন সরদার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। হাজার হাজার ছাত্রের অভিভাবক এই গুণি শিক্ষক নিজের ছাত্রদের সন্তানতুল্য জানতেন। অবসর জীবনেও তিনি নিয়মিত ছাত্রদের খোঁজ খবর নিতেন। উনার বহু ছাত্র আজ সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিবৃতিদাতারা আব্দুল মতিন সরদারের রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১ টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বিবৃতিদাতারা হলেন, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, শামসুল আলম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য ইমরান হোসাইন, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল আহমদ, এসএম ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী, শেখ মো. আলআমিন, জয়ন্ত কুমার সরকার, মাছুম আহমেদ, শাহিনুর রহমান প্রমুখ।