অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসনে সরকার আন্তরিক

অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসনে সরকা আন্তরিক

দিরাই প্রতিনিধি ঃ- দীর্ঘ পৌনে দুই বছর পর দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার উপস্থিতিতে দিরাই উপজেলার পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি হয়। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন আওয়ামী লীগের সরকার সবসময় কৃষি ও কৃষকের কথা চিন্তা করে কাজ করে। কৃষি খাতের উন্নয়ন সরকার আন্তরিক রয়েছে। সম্প্রতি চলমান অকাল বন্যার কারণে যে সকল কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে অচিরেই পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।হাওর তলিয়ে যাওয়ার ব্যাপারে যদি কারো অবহেলা বা দূর্নীতি হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।কাউকে ছাড় দেয়া হবেনা।সকলের সহযোগিতায় এদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাসিক সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সহসভাপতি সিরাজুদ্দৌলার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা,ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোয়াজ্জেম হোসেন জুয়েল, পরিতোষ রায়, এডভোকেট লিটন চন্দ্র দাস,হুমায়ুন রশিদ লাবলু,একরার হোসেন, আলী আহমেদ, শৈলেন্দ্র কুমার তালুকদার, জহিরুল ইসলাম জুয়েল। উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন ও গণমাধ্যম কর্মীরা।উল্লেখ্য বার্ধক্যজনিত রোগের কারণে দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা নির্বাচনী এলাকায় আসতে পারেন নি। ঢাকায় নিজ বাসায় অবস্থান করে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দিরাই উপজেলা পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.জয়া সেনগুপ্তা এমপি।