দিরাইয়ে নদীর উপর থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে দুই মাঝির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম ঃ-সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ষ্টীলের নৌকায় থাকা দুজন মাঝি মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। তারা হলেন বি-বাড়িয়া জেলার সড়াইল উপজেলার পানেশ্বর গ্রামের নবাব মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও খুরশিদ মিয়ার ছেলে হাবিবুল্লাাহ (৩০) । বুধবার সকাল ৯টায় জেলার দিরাই  উপজেলার ভাটিপাড়ার পিয়াইন নদী সংলগ্ন  পূর্বপাড়া খালে এঘটনাটি ঘটে।  মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী জানান, ব্রাম্মন বাড়িয়া থেকে ভাটিপাড়া গ্রাামে ষ্টীলের নৌকায় নিয়ে আসা ইট বিক্রি করে ফেরার পথে বিদ্যুতের ঝুলন্ত লাইনে নৌকার বৈঠা লেগে ক্যাবল ছিঁড়ে নৌকা ও পানিতে বিদ্যুতায়িত হয়ে যায়। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নৌকায় থাকা ২ জন মাঝির মৃত্যু ঘটে।নিহতদের সাথে থাকা অপর দুই মাঝি সুজন মিয়া ও বাচ্চু মিয়া বলেন, সকালে আমরা নৌকায় রাখা ইট বিক্রি করে  ভাটিপাড়া পুর্ব হাটির খালে নৌকা নিয়ে  ফেরার পথে বিদ্যুতের নিচু লাইনে নৌকার বৈঠা লেগে যায়। তখন  নৌকাটির সারেং মামুন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  পানিতে পড়ে যায়, মামুনকে উদ্ধার করতে হাবিবুল্লাহ পানিতে ঝাঁপ দেয় এবং চিৎকার দিয়ে বলে পানিতেও কারেণ্ট, এরপর সে ডুবে যায়। এলাকাবাসীর সহযোগীতায় অনেক খোঁজাখুজি করে মৃত অবস্থায় হাবিবুল্লাহকে উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে এলাকার শতশত নারী পুরষ ঘটনাস্থলে ভিড় করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, নদীর উপর ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন এতই নিচু দিয়ে নেয়া হয়েছে যে, হেঁটে গেলেও মানুষের মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা। এই বিষয়ে এলাকাবাসী দিরাই বিদ্যুৎ অফিসের লোকজনদের বারবার জানালেও সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসী । দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান,মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে অকুস্থলে পুলিশ পৌছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন  বিষয়ে দিরাই উপজেলার নবাগত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিপ্লব রায় বলেন, আমি এলাকায় নতুন এসেছি, সহকারী প্রকৌশলীসহ অফিসের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।