শাল্লায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধিঃ

শাল্লায় ‘উই দ্য ড্রিমার্স এর বাস্তবায়নে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শাল্লা সরকারি ডিগ্রি কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষে রতœাগর্ভা জিনাতুননেছা চৌধুরী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে হাওর অধ্যুষিত এলাকার শতশত মানুষ শাল্লা সরকারি ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে দীর্ঘ লাইন ও প্রচ- রোদ উপেক্ষা করে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ঢাকা ও সিলেট মেডিকেলের ১০ জন মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের ৫০ জন চিকিৎসক সেবা প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, অফিসার ইনচার্জ নাজমুল হক, অধ্যাপক অরুণ কান্তি চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী ও ক্যাম্প ব্যবস্থাপক বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন।
এর পূর্বে গতকাল শুক্রবার উপজেলার শ্রীহাইল গ্রামের চৌধুরী হাটিতে-এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আমার মায়ের আত্মার শান্তি কামনার লক্ষে এই আয়োজন।