দিরাই আকিলশাহ বাজার কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ  দিরাই উপজেলার  আকিলশাহবাজার পরিচালনা পরিষদের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাধারণ ব্যবসায়ীরা ওই কমিটিকে নিয়মবর্হিভতু,অগণতান্ত্রিক ও ব্যক্তিস্বার্থকেন্দ্রিক বলে অভিযোগ করছেন । এ নিয়ে আকিলশাহ বাজারের ব্যবসায়ীমহল ও বাজারের উপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে বিরাজ করছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ । সৃষ্টি হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। কমিটি নিয়ে বিরোধ ক্রমশ বাড়ছে। জানা গেছে, বৃহস্পতিবার ১০ অক্টোবর আকিলশাহ বাজার পরিচালনা পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে নানান অভিযোগ উটে। অত্র বাজারের সর্বাধিক ব্যবসায়ীমহল ও বাজারের উপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অভিযোগ সবক্ষেত্রেই স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে নবগঠিত উপদেষ্টামন্ডলী। অধিকাংশ ব্যবসায়ীর মতে এই কমিটি বহাল থাকলে বাজারের অতীত ঐতিহ্য, মর্যাদা ও সুনাম ক্ষুন্ন হবে। এবং এ অবস্থায় চলতে থাকলে যেকোনো সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকেই। এদিকে অত্র বাজার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কুলঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া বলেন আকিলশাহ বাজার পরিচালনা মনগড়া কমিটি গঠন করা হয়েছে। পূর্বপরিকল্পিত পাতানো কমিটি গঠন করায় আমি এই কমিটির প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি, অবিলম্বে অত্র বাজারের মনগড়া অবৈধ্য পরিচালনা কমিটি বাদদিয়ে বাজারের ব্যবসায়ী এবং এলাকার সকল গণ্যমান্য মানুষের মতামতের ভিত্তিত্বে নতুন পরিচালনা কমিটি গঠন করা হোক। সাবেক চেয়ারম্যান আহাদ মিয়ার সাথে একমত হয়ে বাজার ব্যবসায়ী মাওলানা রুহুল আমীন এবং শিশু মিয়া সহ বেশ কয়েকজন বলেনঃ অবিলম্বে এই কমিটি বাদদিয়ে নতুন কমিটি গঠনে মধ্যদিয়ে বাজারের শান্তি শৃংখলা ফিরিয়ে আনুন। এদিকে প্রায় ৮০ শতাংশ স্বাক্ষরিত বাজার ব্যবসায়ী, বাজারের ভিট মালিক এবং কিছু উপদেষ্টা সহ একটি অভিযোগ পত্র বর্তমান নবগঠিত উপদেষ্টামন্ডলীর সভাপতি এবং কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান’র কাছে দেওয়া হয়েছে। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন কীসের অনুবলে ওই কমিটি।