দিরাইয়ে কলেজ ছাত্রী অপহরণ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

 

দিরাই প্রতিনিধিঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে।দিরাই থানার মামলা নং ০১- তারিখ ০৯-১০-২০২১ ইং। গত শনিবার রাতে দিরাই পৌর শহরের শুকুরনগর গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের বি,এ ২য় বর্ষের ছাত্রীর পিতা অপহরণের অভিযোগে তার পিতা অবনী মোহন তালুকদার এ মামলাটি করেছেন। মামলার আসামির হলো দিরাই উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক, হারানপুর গ্রামের জিতেশ রায়ের পুত্র রাজীব রায়(২৮) সরকারি কলেজ ছাত্রলীগনেতা মজলিশপুর গ্রামের রথীন্দ্র চৌধুরীর পুত্র সৌরভ চৌধুরী(২৫) ও বাগবাড়ী গ্রামের মুরাদ মিয়ার পুত্র রায়হান মিয়া(২২)। দিরাই থানা পুলিশ জানায়,অপহরণ মামলার অাসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বী কলেজ ছাত্রীকে আসামী রায়হান মিয়া প্রেম নিবেদন করে আসছিল, এতে কলেজ ছাত্রী রাজী না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় রায়হান ও তার সহযোগীরা। বিষয়টি ছাত্রীর পরিবার, রায়হান মিয়ার পিতা মুরাদ মিয়াকে জানালে তার ছেলে এরকম না জানিয়ে তাদেরকে গালিগালাজ করেন। এরপর থেকেই রায়হান ক্ষুব্ধ হয়ে তার সহযোগীদের নিয়ে অপহরণের চেষ্টায় লিপ্ত থাকে। গত ৪ অক্টোবর ভোর ৫ টায় রায়হান ও তার সহযোগীরা কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, কলেজ ছাত্রী অপহরণের বিষয়ে দিরাই থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।