শাল্লায় মেলা বন্ধে আটগ্রাম ঐক্যমত

নিজস্ব প্রতিবেদকঃ শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নে মেলা বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে আট গ্রামের মানুষ।

শুক্রবার বাদ জুমাআ আটগাঁও পূবর্পাড়া মাদ্রাসায় হাজী সিরাজ আলীর সভাপতিত্বে ও সাখাওয়াত আলীর পরিচালনায় নিজগাঁও,বাজারকান্দি,সোনাকানি,মির্জাপুর,রাহুতলা,ইয়ারাবাদ, বড়গাঁও এর সর্বসাধারণ মানুষ নিয়ে এক সভা অনুষ্টিত হয়।সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে ওই আট গ্রামে স্থায়ীভাবে মেলা ও ওরস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানাযায়,প্রতিবছর আটগাঁও ইউনিয়নে মেলা ও ওরসের নামে জুয়া সাহ নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।পরে স্থানীয় মুরব্বিদের সাথে নিয়ে যুব সমাজ ও আলেম ওলামারা মেলা ও ওরস বন্ধে প্রতিহতের ডাক দেয়।সর্বশেষ গত শুক্রবার সকলের ঐক্যমতের ভিত্তিতে মেলা ও ওরস বন্ধের সিদ্ধান্ত আসে।
স্থানীয়রা জানান,মেলা ও ওরসের নাম করে প্রতিবছরই এখানে নানা অসামাজিক কার্যকলাপ হত।দিনে মেলা আর রাতে জুয়া হত।একে এলাকার যুব সমাজ বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে তাই সকলের মতামতের ভিত্তিতে মেলা ও ওরস বন্ধ করা হয়েছে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ক্বারী আবুল কাশেম, বারহাট্টা মাওঃ বজলুর রহমান
হাফেজ মাওঃ আবুল কাশেম মাওঃ আব্দুল মুমিন মহন, মাওঃ মুহিবুর রহমান ,হাফেজ ইয়াকুব আলী মুফতী ইলিয়াস আহমদ মাওঃ ইলিয়াস আহমদ মাওঃ জাকারিয়া আহমদ জাকি,,এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট মুরুব্বি  হাজী কেরামত আলী, মতিউর রহমান, হাজী আকরাম আলী, কামরুজ্জামান, তোফাজ্জল হোসেন, কালিচরন সরকার,আঃ হাশিম ফুল মিয়া, তিতুমীর শরীফ উদ্দিন প্রমুখ সহ সর্বস্থরের মানুষ  উপস্থিত ছিলেন।