ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে সাংসদ ড. জয়া সেনগুপ্তা

ফখরুল ইসলাম-

শাল্লায় বন্যায় প্লাবিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা। তিনি সোমবার (১৫ জুলাই) বিকাল তিন টায় উপজেলার রৌয়া, সীমেরকান্দা, গোবিন্দপুর ও মুক্তাপুর গ্রামের প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কালে তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগকে ভয় পেলে চলবে না, সাহস নিয়ে তা মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজ-খবর নিচ্ছেন এবং আপনাদের জন্য প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। গত ২০১৭ সালের অকাল বন্যায় যখন সবকিছু তলিয়ে গিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে শাল্লায় ছুটে এসেছিলেন। এখনো আপনাদের প্রতি উনার সুদৃষ্টি আছে। আপনারা সাহস হারাবেন না। সরকার সব সময়ই আপনাদের সাথে আছে।
এসময় তার সাথে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাড. দিপু রঞ্জন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ছাদিকুজ্জামান, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল লেইছ চৌধুরী, সুবল চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও: মোঃ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।