মহান বিজয় দিবস উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরঙ্গণাদের শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি-

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটাগাঁও ইউনিয়নের দাউদপুর ও উজানগাঁও গ্রামের তিন বীরঙ্গণাদের বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ৪৮তম বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উজানগাঁও গ্রামের বীরঙ্গণা মোছাঃ পেয়ারা বেগম ও মোছাঃ জমিলা খাতুন এবং দাউদপুর গ্রামের মোছাঃ মুক্তাবান বিবি’র বাড়ি গিয়ে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ একটি করে শাড়ী ও শীতবস্ত্র প্রদান করেন। এসময় তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা দেশের জন্য যে অপরিসীম কাজটি করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আপনার দূ:খ করবেন না। দেশের প্রতিটি মানুষ আজীবন আপনাদের স্মরণ রাখবে। আপনারা কখনো কুণ্ঠিত হবেন না। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।
এসময় দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমরেড অমরচাঁন দাস, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ শামসুদ্দোহা, সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান, শান্ত কুমার তালুদার সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।