দিরাইয়ে পরিকল্পনামন্ত্রী সফরের প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

দিরাই প্রতিনিধি :  সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। ঐদিন দুপুর ১২টায় দিরাই উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা সভায় যোগ দিবেন। দিরাই উপজেলা আওয়ামীলীগকে অবহিত না করে উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. সোহেল আহমেদ। এসময় সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ঘনিষ্ট সহচর সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমানের আমন্ত্রণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি সুনামগঞ্জের দিরাই আসছেন। উপজেলার জগদল গ্রামে সফরের কর্মসূচিতে স্থানীয় এমপি ড. জয়া সেনগুপ্তা এবং উপজেলা আওয়ামী লীগকে অবহিত করা হয়নি। বিএনপি ঘরানার মানুষের সাথে সরকারী উদ্যোগে নির্মিত হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করতে আসছেন তিনি। এতে স্থানীয় উন্নয়ন বিষয়ে আওয়ামী লীগকে উপেক্ষা করায় পরিকল্পনা মন্ত্রীর এমন কর্মসূচির বিষয়ে ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের কুশিলবদের সাথে নিয়ে এমন কর্মসূচি বাতিল করার দাবি জানান নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজদৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, লুৎফুর রহমান এওর, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায় প্রমুখ।

উল্লেখ্য ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবন উদ্বোধনের প্রায় ৮ বছর পর আগামী ২০ ফেব্রুয়ারী সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল হাসপাতালের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনান্ত্রী। ঐদিন দুপুর ১২টায় দিরাই উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা সভায় যোগ দিবেন। বিষয়টি বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।