দিরাইয়ে শিশু তুহিন হত্যাঃ বাবা ও চাচার মৃত্যুদন্ড

ডেস্ক নিউজঃ দিরাইয়ে পাঁচ বছর বয়সী তুহিনকে হত্যার দায়ে বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় তুহিনের চাচাতো ভাইকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা মো. নাছির উদ্দিন। এ ঘটনায় তুহিনের অপর চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে কদম গাছে ঝুলানো তুহিনের গলাকাটা লাশ পাওয়া যায়। এ সময় তুহিনের দুইটি কান ও পুরুষাঙ্গ কাটা এবং পেটে দুটি নাম লেখা ছুরি পাওয়া যায়।

এ ঘটনার পর দিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তুহিনের বাবা-চাচা এবং চাচাতো ভাইসহ পাঁচজনকে আটক করে।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুর নাহার বেগম শাহানা রব্বানী বলেন, তুহিনের বাবা আব্দুর বাছির ও চাচা নাছির উদ্দিন তুহিনকে হত্যার কথা স্বীকার করায় আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। তাছাড়া বাকি দুই চাচার সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে।