দিরাইয়ে দুর্বৃত্তের আগুনে কৃষকের ৭টি গবাদিপশু ও ধান পুড়ে ছাই


দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে দুর্বৃত্তের আগুনে এক দরিদ্র কৃষকের ৩ টি গাভী, ৪ টি ভেড়া ও ৯০ মন ধান পুড়ে ছাই হয়েছে। এতে কৃষকের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক মঞ্জুর খানের গোয়াল ঘরে এ ঘটনাটি ঘটে। পরিবারের লোকেরা প্রতিবেশীদের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ন্যাক্কারজনক ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
থানা পুলিশ ও ক্ষতিগ্রস্ত কৃষক মঞ্জুর খান জানান, অন্যের জমি বর্গাচাষ করে স্ত্রী ও ৬ সন্তানের সংসারে তিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বসত বাড়ি ও গবাদিপশুগুলোই তার একমাত্র সম্বল। গোয়াল ঘর ও ধান রাখার গোলাঘর একসাথে হিসেবে ব্যবহার করতেন কৃষক। মঞ্জুর খান বলেন, তিনটি গাভী গর্ভবতী ছিল। প্রতিটা ৬০/৭০ হাজার টাকা মূল্যের। আগুনে গরু, ভেড়া, ধান ও ঘর পুড়ে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষক সাধারণ ডায়রী করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।