দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিরাই প্রতিনিধি-

সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা ক্যাম্পাস সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব, খেলাঘর আসর, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মুন স্টার ক্লাব, বাংলাদেশ যুব ইউনিয়ন, আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমী, দিরাই বিদ্যুৎ বিভাগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিরাই শাখা, মনি মালা সাংস্কৃতিক সংসদ, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, দিরাই ৭১টিভি পরিবার, দিরাই থানা পাবলিক গ্রুপ, দিরাই মাইক্রো শ্রমিক রোড উপ-কমিটি, ডিএসএস প্রি- ক্যাডেট একাডেমী, সীমান্তি নতুন দিন, দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ, জগদল ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের স্মরণ করেন। ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার সূচনা। সকাল সাড়ে ৮টায় দিরাই বিএডিসি মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন শেষে থানা প্রশাসনের প্যারেডের মাধ্যমে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উলাহ’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা। এ সময় দেশ স্বাধীনের মহান নায়ক বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন শেষে রিজয়ীদের পুরস্কৃত করা হয়।