শাল্লায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি থানায় জিডি

শাল্লা প্রতিনিধি-

সুনামগঞ্জের শাল্লায় বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে চিহ্নিত
মাদক বিক্রেতা দুলাল মিয়া কতৃক দৈনিক জৈন্তা বার্তার  শাল্লা প্রতিনিধি আমির হোসেনকে প্রাণে মারার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 জানা যায়, উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর সড়কে বৃহস্পতিবার ১৬ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
 সিলেটের স্থানীয় দৈনিক ‘জৈন্তাবার্তার’ শাল্লা
প্রতিনিধি মোঃ আমির হোসাইন সকালে অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত বিজয় অনুষ্ঠানে পেশাগত কারণে যোগ দেন। ওইসময় দৌলতপুর
গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দুলাল মিয়া সাংবাদিকের দিকে তেড়ে আসে এবং
প্রাণে মারার হুমকি দেয়। এই ঘটনায় সাংবাদিক আমির হোসাইন বাদী হয়ে শাল্লা
থানায় দুলাল মিয়ার বিরুদ্ধে জিডি করেন। জিডি নং ৬০৬।
এবিষয়ে সাংবাদিক মোঃ আমির হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, আমি এলাকার
বিভিন্ন অপকর্ম বিশেষ করে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় কুখ্যাত
সন্ত্রাস ও মাদক বিক্রেতা দুলাল মিয়া আমার প্রতি ক্ষিপ্ত ছিল। সেই সূত্র
ধরেই দুলাল মিয়া আজ আমাকে প্রাণে মারতে চেয়েছিল নিজের নিরাপদের জন্য মাদক ব্যবসায়ি দুলাল মিয়ার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছি।
এব্যাপারে দুলালের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি কেনো সাংবাদিককে
মারতে যাবো। আমি আত্মীয় হিসেবে দু’-একটি কথা বলেছি।
বিষয়টি নিয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা
হলে তিনি বলেন, সাংবাদিক আমির হোসাইন থানায় একটি জিডি করেছেন, আমরা
তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।