দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাজের উদ্বোধন 

 নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম  ঃ-  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুনামগঞ্জের দিরাই উপজেলায়  হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।  গতকাল শুক্রবার  দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন বাজারের পাশে চাপতির হাওরে  ২০২৩-২০২৪ অর্থ বছরে হাওর অঞ্চলের ফসল রক্ষা ডুবন্ত বাঁধ মেরামত কাজ তথা কাবিটা স্কিম বাস্তবায়ন কাজের উদ্বোধন করেন দিরাই  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার। উদ্বোধনকালে উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও উপজেলা  নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার বলেন, হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর বান্ধব। সরকার অতীতের মতো সব সময় হাওরের মানুষের পাশে থাকবে। আমরা কৃষকের মুখে সব সময় হাসি দেখতে চাই। কৃষকের মুখে হাসি ফুটাতে হাওরের বোরো ফসল রক্ষায় সরকার সকল প্রস্তুতি নিয়েছে। বাঁধের কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এসময় উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) জনি রায়,উপ সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ূন রশিদ লাবলু, জগদল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগন।দিরাই উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য উপজেলার ৮টি হাওরে  ১১০ টি প্রকল্পের আওতায়   সম্ভাব্য বরাদ্দ ১৬ কোটি টাকা  ।মোট  দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার।উপজেলা  পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন জানান, ফসল রক্ষা বাঁধের কাজের জন্যে প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য  ১১০টি স্কিম প্রস্তুত করা হয়েছে। ২২ টি পিআইসি অনুমোদন হয়েছে। অচিরেই উপজেলা কমিটির সভা করে অবশিষ্ট প্রকল্প অনুমোদন শেষে কার্যাদেশ দেয়া হবে। প্রকল্পসমূহের কাজ  আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত করার কথা রয়েছে।