শাল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক-

“মাছ চাষে ড়গবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শিরোনামে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে ও অফিস সহকারি পলাশ মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সাংবাদিক শান্ত কুমার তালুকদার, আনিসুল হক চৌধুরী মুন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১ম দিনের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত সভায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বৃদ্ধি, অভয়াশ্রম সৃষ্টি, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।