শাল্লায় রাতভর জুয়ার ভিডিও ভাইরাল! (ভিডিও সহ) 

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গতকাল বুধবার রাতে কোটি টাকার জুয়া খেলার আসর বসে।স্থানীয়দের অভিযোগ শাল্লা থানা পুলিশ এমনকি জরুরী সেবা কেন্দ্র “৯৯৯” এ অভিযোগ করেও জুয়া খেলা বন্ধ করা যায়নি।

জানা যায়,বুধবার( ১৯ মার্চ) শাল্লা  উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের পাঁচহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলা অনুষ্ঠিত হয়। যেখানে সারাদেশে করোনা আতঙ্কে গত ১৬ মার্চ একই উপজেলার ৩০০ বছরের ঐতিহ্যবাহী সোমেশ্বরী মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।  আটগাঁওয়ের  মেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের  নিচে রাতভর কোটি টাকার জুয়া খেলা হয়। এতে শাল্লা উপজেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ অংশগ্রহণ করে।
 এই মেলা বন্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন মেলায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম এলাকাকে করোনা ঝুঁকিতে ফেলেছে।
স্থানীয় লোকজন বলছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং কিছু পুলিশের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মেলাকে কেন্দ্র করে জুয়ার আসরটি বসে।
নাম প্রকাশে অনিচ্ছুক আটগাঁও গ্রামের একজন বলেন শাল্লা থানা পুলিশ এমনকি জরুরী সেবা  ‘৯৯৯’ এ ফোন দিয়েও বন্ধ করা যায়নি জুয়া খেলা।পুলিশ এলেও ঘুরে চলে গেছে।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহি কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সাথে বার বার মোটোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।
শাল্লা থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম বলে আমারা জানামাত্রই পুলিশ পাঠিয়েছি কিন্তু তারা গিয়ে সেখানে কাউকে পায়নি, এই  এলাকার কিছু মানুষ জুয়া খেলায় অভ্যস্ত, এদের ধরতে সব সময়ই আমরা চেষ্টা করে থাকি।