দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের সলিল সমাধি

 

নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকমঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে ছোট ভাইয়ের চোখের সামনে পানিতে ডুবে পিন্টু দাস (৩২)নামে বড় ভাইয়ের সলিল সমাধি হয়েছে । সে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াকুটা হাওর তীরবর্তী রন্নারচর লামাহাটি গ্রামের মৃত যতীন্দ্র দসের পুত্র। বৃহস্পতিবার ভোর বেলা এই হাওরে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক ঘটনাটি হয়।পরিবার সুত্রে জানা যা, প্রতিদিনের ন্যায় নৌকা নিয়ে গ্রামের পাশের কালিয়াকোটা হাওরে পিন্টু দাস ও তার ভাই ঝন্টু দাস চিংড়ি মাছ ধরতে যায়। সেখানে অসাবধানতার কারনে খুঁটি দিয়ে রাখা নৌকাটি হাওরে ভেসে অনেকটা দূরে চলে যায়। বেশ কিছুটা দূরে নৌকাটি যাওয়ার পর ছোট ভাইকে পাড়ে রেখে বড় ভাই পিন্টু দাস সাঁতার কেটে নৌকা আনতে যায়। এসময় ছোট ভাইয়ের চোখের সামনে পানিতে তলিয়ে সলিল সমাধি হয় । ভাই পানিতে তলিয়ে গেছে দেখে ঝন্টু দাস চিৎকার করে সাহায্য চাইলে পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে পিন্টু দাসকে পানির নিচ থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পিন্টু দাসকে মৃত ঘোষণা করেন। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী মর্মান্তিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।