শাল্লার বীর মুক্তিযোদ্ধা বকুল কান্তি দাস আর নেই

হাবিবুর রহমান হাবিব (শাল্লা): সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা বকুল কান্তি দাস আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) শাল্লা উপজেলা সদর হাসপাতালে বিকাল ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে দায়িত্বরত উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ সিধু সিংহের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, গুরুতর শ্বাস কষ্টের কারণে মুক্তিযোদ্ধা বকুলের মৃত্যু হয়। মৃত্যু কালীন সময়ে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ স্ত্রী, ৪ পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বিকাল ৪ টায় সময় শাল্লা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেনের উপস্থিতিতে শাল্লা থানা পুলিশের চৌকোশ একটি দল এস আই সেলিমের নেতৃত্বে গার্ড অব অনার প্রধান করেন।

এসময় শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন মুক্তিযোদ্ধা,শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় মিডিয়া কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মৃতের আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন। তার স্বজন দের নিকট থেকে জানাযায় গোবিন্দপুর গ্রামের শ্মশান ঘাটে তাকে সমাধীস্থ করা হবে।