হাওর এলাকার মানুষ আর স্বাস্থ্য সেবা বঞ্চিত থাকবে নাঃ পরিকল্পনামন্ত্রী

দিরাই প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যারা উন্নয়নের বিরোধীতা করবে তাদের কেউ ক্ষমা করবে না। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের টাকার অভাব নেই, অভাব ঈমানের। আমাদের মন মাসসিকতার পরিবর্তন করতে হবে। চোগলখোরি, ষড়যন্ত্র, দুর্নীতি ছাড়তে হবে। গরীব মানুষকে ভালোবেসে ঈমানের সাথে কাজ করতে হবে। শেখ হাসিনা জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে দিন রাত কাজ করছেন। একসময় গ্রামাঞ্চলে বিদ্যুৎ, রাস্তাঘাট, সেতু, কিছুই ছিল না আর এখন পুরোদেশ বিদ্যুতের আলোয় আলোকিত। গ্রামাঞ্চলে রাস্তাঘাট সেতু দিয়ে ভরপুর করে দেয়া হচ্ছে। তাই একটা কথাই বলব জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা না দিয়ে উন্নয়নের পক্ষেই কাজ করা উচিত। জগদল হাসপাতাল অবহেলিত ছিল, আজ সবকিছু দিয়ে তা পরিপূর্ণ করা হয়েছে। এখন এই এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। অসময়ে আর কাউকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে না। পরিকল্পনামন্ত্রী জগদল হাসপাতালের স্বপ্নদ্রষ্টা জগদলের সন্তান সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমানের উদ্দেশ্যে বলেন, ‘মিজান যদি রাজাকার না হয়, তবে আমরা তার সাথে বসবো। উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করবো। মিজান এমপি হবে কিনা, আমি এমপি হবো কিনা, সেটা দেখার এখতিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর। জনসভায় বক্তাদের বক্তব্যে ও মন্ত্রীর গমন পথে স্থানীয় লোকজনের ‘রাস্তা চাই’ দাবী সম্বলিত তোরণ দেখে এমএ মান্নান সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় নিজের বাল্যকালের স্মৃতিচারণ করে বলেন,’ আমি ভাইট্টালা পুয়া (ছেলে), ডুংরিয়া (পরিকল্পনা মন্ত্রী গ্রাম) থেকে হাতরাইয়া উজানগাঁও স্কুলে গেছি’। বাতি ছিলোনা, আলো ছিলোনা, লেমবাতি জ্বালাইয়া পড়াশোনা করছি। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবের বড় উপায় হচ্ছে রাস্তা করে দেয়া। শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুসহ সারাদেশে বিভিন্ন সড়ক নির্মাণ করছেন। শনিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম উদ্বোধন শেষে জগদল হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। জগদল ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা নানু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, সমাজকর্মী আবদুল লতিফ, ইমরুল হাসান সজলের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, জগদল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ মো. আলীরব, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা ডা. মামুনুর রশীদ মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ । এর আগে দুপুর ১২ টায় দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হাওর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী। উপজেলা চেয়ারম্যান মঞ্জুর অালম চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও মাহমুদুর রহমান মামুনের পরিচালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।